ipl 2021 winner

দশমীর দিনে স্বপ্নভঙ্গ কলকাতার, IPL 2021 জয় চেন্নাইয়ের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

IPL 2021 Winner: দশমীর দিনে এমনিই মনখারাপ বাঙালির। এবার ফের স্বপ্নভঙ্গ কলকাতা নাইট রাইডার্সের। চেন্নাইয়ের কাছে হার কলকাতার।

এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে ১৯২ রান করে চেন্নাই। সেখানে কলকাতাকে থামতে হল 165 রানে। ফের ব্যাটিং ব্যর্থতায় ভুগল কলকাতা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

কলকাতার দুই ওপেনার শুভমন গিল ও ভেঙ্কটেশ আইয়ার ৫১ ও ৫০ রান করলেও বাকি মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ। হারতে হল কলকাতাকে।ফলে হাসতে হাসতেই ম্যাচ জিতল চেন্নাই।

এদিন চেন্নাইয়ের হয়ে ৮৬ রান করেন ফাপ ডু-প্লেসিস, মঈম আলি করেন ৩৭ রান, ঋতুরাজ করেন ৩২ রান। জবাবে শুভমন গিল ও ভেঙ্কটেশ আইয়ার ছাড়া কলকাতার ব্যাটসম্য়ানরা রান পাননি।

কলকাতার হয়ে এদিন ২টি উইকেট পান নারিন। তিনি দেন ৪ ওভারে ২৬ রান। অন্যদিকে চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর।

ipl 2021 winner

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment