Nawsad Siddique

যাদবপুর আইএসএফকে দেওয়া হোক, সিপিএমের কাছে আবদার নওসাদের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

নওসাদ সিদ্দিকী

যাদবপুর লোকসভায় বহুবার জিতেছে সিপিএম। কিন্তু এখন দলের অবস্থা মোটেই সমীচীন নয়, এমন পরিস্থিতিতে আসন রফা নিয়ে একছাতার তলায় আসতে পারেনি আইএসএফ ও সিপিএম। যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে চাইছেন নওসাদ সিদ্দিকি। সূত্রের খবর, দু’দিন আগে আলিমুদ্দিনে দূত পাঠিয়েছিলেন তিনি।

রবিবার তৃণমূল প্রার্থী ঘোষণার পরেই নড়েচড়ে বসেছে বাম ও কংগ্রস। সোমবার সিপিএম পলিটব্যুরোর বৈঠকে হাত ধরার অনুমোদন মিলতেই তৎপরতা বেড়েছে লাল শিবিরে। কিন্তু নওসাদরা কড়া দর কষাকষি শুরু করে দিয়েছেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

New Ration Card: রেশন কার্ড কী ভাবে তৈরি করবেন?

আইএসএফ- এর বক্তব্য, যাদবপুর লোকসভার মধ্যে ভাঙড় বিধানসভা রয়েছে। ভাঙড় তাদের দখলে রয়েছে। সেই সঙ্গে বারুইপুর পূর্ব ও পশ্চিমে তাদের মজবুত জনভিত্তি তৈরি হয়েছে। যা এখন সিপিএমের নেই। তাঁদের দাবি, তাঁদের দলকে ৪২টির মধ্যে ১৩-১৪টি আসন ছাড়তে হবে।

সিপিএম সূত্রে খবর, যাদবপুরে ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য অথবা সুজন চক্রবর্তীকে প্রার্থী করার কথা ভেবে রেখেছে সিপিএম। কিন্তু তাতে বাধা পড়েছে আইএসএফের আব্দারে।

নওসাদ সিদ্দিকী

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment