নওসাদ সিদ্দিকী
যাদবপুর লোকসভায় বহুবার জিতেছে সিপিএম। কিন্তু এখন দলের অবস্থা মোটেই সমীচীন নয়, এমন পরিস্থিতিতে আসন রফা নিয়ে একছাতার তলায় আসতে পারেনি আইএসএফ ও সিপিএম। যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে চাইছেন নওসাদ সিদ্দিকি। সূত্রের খবর, দু’দিন আগে আলিমুদ্দিনে দূত পাঠিয়েছিলেন তিনি।
রবিবার তৃণমূল প্রার্থী ঘোষণার পরেই নড়েচড়ে বসেছে বাম ও কংগ্রস। সোমবার সিপিএম পলিটব্যুরোর বৈঠকে হাত ধরার অনুমোদন মিলতেই তৎপরতা বেড়েছে লাল শিবিরে। কিন্তু নওসাদরা কড়া দর কষাকষি শুরু করে দিয়েছেন।
New Ration Card: রেশন কার্ড কী ভাবে তৈরি করবেন?
আইএসএফ- এর বক্তব্য, যাদবপুর লোকসভার মধ্যে ভাঙড় বিধানসভা রয়েছে। ভাঙড় তাদের দখলে রয়েছে। সেই সঙ্গে বারুইপুর পূর্ব ও পশ্চিমে তাদের মজবুত জনভিত্তি তৈরি হয়েছে। যা এখন সিপিএমের নেই। তাঁদের দাবি, তাঁদের দলকে ৪২টির মধ্যে ১৩-১৪টি আসন ছাড়তে হবে।
সিপিএম সূত্রে খবর, যাদবপুরে ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য অথবা সুজন চক্রবর্তীকে প্রার্থী করার কথা ভেবে রেখেছে সিপিএম। কিন্তু তাতে বাধা পড়েছে আইএসএফের আব্দারে।
নওসাদ সিদ্দিকী