২৬ জানুয়ারি আগে ঘোষণা করা হয়েছিল স্বাধীনতা দিবস হিসেবে, জানা আছে কি
লড়াই২৪: “ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো”। আজ ৭২তম প্রজাতন্ত্র দিবস। কলকাতা থেকে দিল্লি নানান রকম অনুষ্ঠান ও কুচকাওয়াজের মধ্যে দিয়েই এই দিনটি পালন করা হয়ে থাকে। আমরা সকলেই জানি আজকেই এই দিনটিতে কার্যকর হয়েছিল আমাদের দেশের সংবিধান।
আর তারপর থেকেই মহা সমারোহে এই দিনটিতেই পালিত হয় প্রজাতন্ত্র দিবস। তবে, আপনারা কি জানেন যে, প্রজাতন্ত্র দিবসের আগেও এই দিনটিকে প্রথম স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। কারণ হল গান্ধীজি নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস।
এরপর ১৯২৯ সালে জওহরলাল নেহেরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজ আনার ঘোষণার পর ১৯৩০ সালের ২৬ জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু, তা দীর্ঘস্থায়ী হল না। ঔপনিবেশিক দের ঘেরাটোপ থেকে মুক্তি পেয়ে ভারত যেদিন সত্যিকারের স্বাধীনতার স্বাদ পেল সেই দিনটা ছিল ১৫ আগস্ট। আর তাই সেই দিনটাকেই স্বাধীনতা দিবস হিসেবে মান্যতা দেওয়া হয়।
আর রইল বাকি পরে ২৬ জানুয়ারি। যখন দেশের সংবিধান রচিত হল তখন সেটাকে কার্যকর করার জন্য একটি দিনের প্রয়োজন ছিল। আর ঠিক তখন সেই মুহূর্তে ২৬ জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর এটাই হল স্বাধীনতা দিবস পাল্টে প্রজাতন্ত্র দিবস হওয়ার ইতিহাস।