করোনা দ্বিতীয় টেউ আছড়ে পড়েছে;পশ্চিমবঙ্গে বাড়ছে সংক্রমণ।এই অবস্থায় কোভিড মোকাবিলায় অ্যাপেক্স টাস্ক ফোর্স গড়ল রাজ্য সরকার।মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬ জনকে নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি হয়েছে। এই টাস্ক ফোর্সে রয়েছেন, কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, অর্থ দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের সচিব, পঞ্চায়েত দফতরের সচিব ও হোম অ্যান্ড প্লানিং দফতরের সচিব রয়েছেন টাস্ক ফোর্সে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় করোনার জেরে ৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল।শনিবার থেকে ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।তা অনলাইনে নেওয়া হবে।
উল্লেখ্য,যাদবপুর ক্যাম্পাস বন্ধ রাখার আর্জি জানিয়ে শিক্ষক সংগঠন আবুটার সাধারণ সম্পাদক গৌতম মাইতি শুক্রবার দুপুরেই উপাচার্যকে স্মারকিলিপি দিয়েছিলেন।এদিন রাতে ভার্চুয়াল বৈঠকে উপাচার্য সুরঞ্জন দাসের নেতৃত্বে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, এই সময় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা চালু থাকবে। এর আগে ঠিক হয়েছিল, দুটি ক্যাম্পাসের দফতরগুলি সপ্তাহে তিন দিন খোলা থাকবে।
তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক, কর্মী এবং আধিকারিক করোনা আক্রান্ত হওয়ার পরই কর্তৃপক্ষ শুক্রবার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানানো হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের অনলাইনে যে পরীক্ষা শুরু হতে চলছে, তা হবে। তবে পড়ুয়ারা বা তাদের পরিবারের কেউ যদি এই সময়ে করোনা আক্রান্ত হন, তাদের বিষয়ে ভবিষ্যতে অবশ্যই ভাববে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত,এদিন বৈঠকে উপাচার্য ছাড়াও সহ উপাচার্য, রেজিস্ট্রার, ডিন এবং শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দও রাত আটটা থেকে শুরু হওয়া ভার্চুয়াল বৈঠকে ছিলেন।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন