jagannath sarkar car accident
Breaking: বিজেপি সাংসদের গাড়িতে লরির ধাক্কা, দুর্ঘটনা
বারাসাত: উত্তর ২৪ পরগনার বারাসাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। শনিবার রাতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়িতে ধাক্কা মারে একটি গাড়ি। কোনও রকমে প্রাণে বাঁচেন বিজেপি সাংসদ।
গোটা ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছেন সাংসদ। পাশাপাশি লরির চালককে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে রানাঘাটের বিজেপি সাংসদের গাড়ি যখন হেলা বটতলা মোড়ে দাঁড়িয়ে ছিল, তখন পিছন থেকে একটা ট্র্যাক ধাক্কা মারে।
jagannath sarkar car accident