শনিবারে নন্দীগ্রামে যাচ্ছেন রাজ্যপাল Jagdeep dhankhar

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

শনিবারে নন্দীগ্রামে যাচ্ছেন রাজ্যপাল Jagdeep dhankhar

নন্দীগ্রাম: রাজ্যপাল জাগদীপ ধনখড় শনিবার বিএসএফের হেলিকপ্টারে নন্দীগ্রামে যাচ্ছেন। ভোটের পর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে একাধিক জায়গায় গোলমালের অভিযোগ ওঠে। ভোটের ফল প্রকাশের দিন থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় সেখানে। এবার সেই সমস্ত এলাকা ঘুরে দেখবেন রাজ্যপাল।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

জগদীপ ধনখড় বৃহস্পতিবারই কোচবিহারে যান। মাথাভাঙা, দিনহাটা, শীতলকুচির ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকা ঘুরে দেখেন তিনি। দিনহাটায় তাঁকে কালো পতাকা দেখানো হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল।

তিনি এ রাজ্যে ‘হিংসার সেকেন্ড ওয়েভ’ আসছে বলে কটাক্ষ করেন। বলেন, ‘বুকে গুলি খেয়েও ঘরছাড়াদের ফেরাব।’ ঘোষণা করেন, ভোটের পর বাংলার যেখানে যেখানে হিংসা হয়েছে সর্বত্র ঘুরে দেখবেন।

জগদীপ ধনখড় বলেন, “রাজ্যের পরিস্থিতি খুব খারাপ, উদ্বেগজনক। যা ভেবেছিলাম তার থেকেও বেশি খারাপ পরিস্থিতি। অসম বা অন্য কোনও রাজ্যে এমন হিংসা নেই। বাংলায় একমাত্র এরকম পরিস্থিতি। আইনকানুন বলে কিছুই নেই এখানে।”

টুইট করে রাজ্যপাল জানান, ১৫ মে নির্বাচনী হিংসা কবলিত নন্দীগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। সকাল ৯টা ১৫ তে বিএসএফের হেলিকপ্টারে নন্দীগ্রামের উদ্দেশে রওনা দেবেন। জানকীনাথ মন্দিরে পুজোও দেবেন। ঘুরে দেখবেন দক্ষিণ কেন্দামারি, বঙ্কিম মোড়, চিল্লাগ্রাম, নন্দীগ্রাম বাজার, টাউন ক্লাব ও সংলগ্ন এলাকা।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment