বিকালেই সাক্ষাতে বসতে চলেছেন রাজ্যপাল ও বিধানসভা স্পিকার, জল্পনা তুঙ্গে

Loading

 

লড়াই ২৪ ডেস্ক: আজ বিকালেই সাক্ষাৎ হতে চলেছে রাজ্যপাল জগদ্বীপ ধনখড় এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। এই কথা রাজ্যপাল নিজের টুইটারে টুইট করে সকলের সামনে আনেন। তবে বৈঠক কি নিয়ে হতে চলেছে এই বিষয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নানা জল্পনার উথান।

দিনকয়েক আগেই নবান্ন থেকে ফেরার পথে রাস্তা বদল করে রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এখানেই কিছুক্ষণ চলে বৈঠক। তবে রাজ্যের প্রশাসনিক ও সাংবিধানিক প্রধানের আলোচনার বিষয় লাইমলাইটে আসতে পারেনি কোনোভাবেই। এরপরই রাজ্যপাল রওনা দেন দিল্লি। সূত্র অনুযায়ী জানা যায় সেখানে তিনি রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা করেন। এরপর আবার রাজ্যে এসে আজ শুক্রবার রাজ্যপাল ফের চমক দেয় রাজ্য রাজনীতিতে। টুইট করে আজ বিকাল ৪টা নাগাদ বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের কথা বলেন। ঠিক কি কারণে হটাৎ এই বৈঠক তা চলছে জোর আলোচনা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আরও পড়ুন………কাশ্মীরে ফের দেখা গেল বিস্ফোরক বোঝাই ড্রোন, গুলি করে নামালো পুলিশ

দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে সংঘাত চলে আসছে রাজ্যপালের। প্রথম থেকেই আইন শৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন তিনি। নবান্নে পত্রবোমা থেকে শুরু করে রাজ্য সরকারের গাফিলতি টুইট করে জানিয়েছেন রাজ্যপাল। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। ইতিমধ্যে রাজ্য নির্বাচনে তৃতীয়বাড় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হওয়ার পর সংঘাত আরও চরমে। ভোট পরবর্তী হিংসা নিয়ে বার বার সরব হয়েছেন তিনি। টুইট করা থেকে দিল্লি যাওয়া কোনোটিই বাকি রাখেননি তিনি। তবে তার এই অভিযোগগুলিকে একেবারে খারিজ করে দিয়েছে রাজ্য শাসক শিবির। সম্প্রতি বিধানসভা অধিবেশনে ভাষণ নিয়েও বাকবিতণ্ডায় জড়ায় রাজ্যপাল। তারই মধ্যে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়েও কোনো  সন্দেহ নেই।

Author

Share Please

Make your comment