মুম্বাই: কয়েক ঘন্টার মধ্যেই লাইক কমেন্টের ঝড়। ইনস্টাগ্রামের ফ্যানেদের নতুন চমক দিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। মালদ্বীপে বেড়াতে গিয়ে যে সব ছবিগুচ্ছ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় তাতেই ভাইরাল হয়েছেন শ্রীদেবী-কন্যা। সম্প্রতি নিউ ইয়র্ক থেকে মালদ্বীপে বেড়াতে গিয়েছেন ‘রুহি’ অভিনেত্রী জাহ্নবী। মালদ্বীপে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপের নীল সমুদ্রে সময় কাটানোর জন্য তাঁর বেছে নেওয়া পোশাক পড়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন নায়িকা,যা নিয়ে নেটিজেনদের মধ্যে হইচই পড়েছে।ছবিতে দেখা গিয়েছে, তিনি পড়েছেন একটা সুইমস্যুট। ছবি শেয়ার করে ছবির বিবরণে তিনি লিখেছেন, ‘চিত্রাভ’।
ফ্যানেরা অনেকেই প্রশংসা করেছেন তাঁর ফিগারের। মুহূর্তের মধ্যে জাহ্নবীর সুইমস্যুট পড়া ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন সকালেও মালদ্বীপ থেকে একাধিক ছবি পোস্ট করেছেন শ্রীদেবী-কন্যা। কখনও সেলফি, কখনও গ্রুপে, আবার কখনও ব্রেক-ফাস্ট টেবিল থেকে নিজের মুড শেয়ার করেছেন জাহ্নবী। এছাড়াও হলুদ পোশাকে তখনও নজর কেড়েছেন নেটিজেনদের, অভিনেত্রী জাহ্নবী।
তবে তিনি কাদের সঙ্গে বেড়াতে গিয়েছেন সে ব্যাপারে কিছু খোলসা করেননি অভিনেত্রী। ছবিতে অবশ্য একাধির রমণীকে দেখা গিয়েছে তাঁর সঙ্গে। এছাড়াও কয়েকদিন আগেই বোন খুশি কাপুরের সঙ্গে নিউ ইয়র্কে বেড়াতে যান জাহ্নবী।