খারাপ খবর, বন্ধ হল JiO র সবচেয়ে সস্তা প্ল্যান

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

jio

মুম্বই: টেলিকম পরিষেবা জগতে এখন সবথেকে উল্লেখযােগ্য নাম হল রিলায়েন্স জিও । গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন সময়ে তারা নিয়ে আসে একাধিক পকেট সুলভ রিচার্জ প্ল্যান ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

শুধু তাই নয় লকডাউন চলাকালীন ‘ work from home ‘ প্রকল্পের আওতায় তারা এনেছে আকর্ষণীয় সব প্ল্যান । তবে এবার এই সংস্থা মাত্র ৬ মাস আগে লঞ্চ হওয়া সবচেয়ে সস্তার দুটি প্ল্যান নিজেদের ওয়েবসাইট থেকে তুলে নিয়েছে । ৪৯ ও ৬৯ টাকার এই প্রিপেইড প্ল্যানগুলি জিওফোন গ্রাহকদের জন্য মাত্র ৬ মাস আগেই লঞ্চ করা হয়েছিল । ৪৯ টাকার প্ল্যানে সুবিধা হিসেবে ছিল ২ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং । যার বৈধতা ছিল ১৪ দিন ।

অন্যদিকে ৬৯ টাকার রিচার্জ প্ল্যানে ছিল ৭ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং । এই প্ল্যানের বৈধতাও ছিল ১৪ দিন ।

৪৯ টাকা আর ৬৯ টাকার দু’টি প্রিপেড প্ল্যানদুটি বন্ধ হয়ে যাওয়ার জিওফোন গ্রাহকদের জন্য এখন সবচেয়ে সস্তার প্ল্যান হল ৭৫ টাকার রিচার্জ প্ল্যান । ৭৫ টাকার এই প্রিপেড প্ল্যানে থাকবে ৩ জিবি ডেটাসহ প্রতিদিন ৫০০ এমবি ডেটা + আনলিমিটেড জিওকল +৫০০ মিনিট ননজিও কল , বৈধতা ২৮ দিন ।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment