এবার সেকেন্ডের মধ্যে 1GB স্পিড, ভারতে 5G পরিষেবা আনতে রিলায়েন্স jio সঙ্গে হাত মেলাল JIO-QUALCOMM

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

এবার সেকেন্ডের মধ্যে 1GB স্পিড, ভারতে 5G পরিষেবা আনতে রিলায়েন্স jio সঙ্গে হাত মেলাল JIO-QUALCOMM

মুম্বাই: মোবাইল জগতে এক বিপ্লব এনেছিল মুকেশ আম্বানির সংস্থা জিও। দেশের টেলিকম বাজারে একের পর এক ঝড় তুলে আনছে জিও। মুকেশ আম্বানির জিও সংস্থাটি প্রথম সস্তা দরে 4G টেলিকম পরিষেবা ও ফিচার ফোন মানুষকে ব্যবহার করার সুযোগ দিয়েছিলেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এবার তাদের লক্ষ্য সবাইকে ভালো পরিষেবা সম্পন্ন স্মার্টফোন ব্যবহার করার সুযোগ দেওয়া। মুকেশ আম্বানি সংস্থা জিও সাধারন মানুষদের কাছে জলের দরে 5G পরিষেবা পৌঁছে দিতে চলেছে। সেই একই পদক্ষেপ অনুসরণ করে কোয়ালকমের সঙ্গে জোট বেঁধে টেলিকম প্রযুক্তিতে উন্নতি আনছে সংস্থাটি।

ফাইভ-জি হাইস্পিড ইন্টারনেট পরিষেবা Reliance Jio এবং Qualcomm সংস্থা হাতে হাত মিলিয়ে দেশে আনতে চলেছে। এটা হলে ১ সেকেন্ডে 1Gbps (gigabyte) স্পিড নিশ্চিতকারী বিশ্বের উন্নত দেশগুলির তালিকায় প্রবেশ করবে ভারতও।

সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, Jio কোয়ালকমের সাহায্যে এর 5G প্রযুক্তি সফলভাবে পরীক্ষা করেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে অনুষ্ঠিত ভার্চুয়াল ইভেন্টে এই ঘোষণা করা হয়েছিল। কোয়ালকম 5G সামিট চলাকালীন রিলায়েন্স জিওর প্রেসিডেন্ট ম্যাথু ওমন বলেছেন যে, কোয়ালকম এবং Jio 5G প্রযুক্তিতে একসাথে কাজ করছে যাতে শিগগিরই ভারতে এটি চালু করা যেতে পারে।

দুই সংস্থা তরফে থেকে জানা গেছে,তারা কোয়ালকম প্ল্যাটফর্মের সাহায্যে Jio-র 5G সলিউশন 1 Gbps স্পিডে অর্জন করেছে। এর মানে হল 1GB ফাইলের সাইজের একটি সিনেমা মাত্র এক সেকেন্ডে ডাউনলোড করা যাবে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment