Jio recharge
লড়াই ২৪ : রিলায়েন্স জিয়োর রিচার্জ প্ল্যানের খরচ বেড়েছে চলতি মাসের পয়লা তারিখ থেকে। ৭০০ টাকা পর্যন্ত জিয়োর রিচার্জ প্ল্যানের খরচ। তারইমধ্যে জিয়োর এমন কয়েকটি রিচার্জ প্ল্যান আছে, যে প্ল্যানগুলিতে দৈনিক ৪.৭ টাকার মতো খরচ পড়ে। যে দুই প্ল্যানে বিনামূল্যে পাওয়া যায় ডেটা। রয়েছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা।
জিয়োর এমন দুটি প্ল্যান আছে, যাতে দিনে ৪.৭ টাকার মতো খরচ হয়। একটি হল ৩৯৫ টাকার প্ল্যান। অপরটি হল ১,৫৫৯ টাকার প্ল্যান।
জিয়োর ৩৯৫ টাকার প্ল্যানে দিনে ৪.৭ টাকার মতো খরচ হয়। জিয়োর ৩৯৫ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিনের। ৬ GB হাইস্পিড ডেটা পাওয়া যায়। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে। মোট ১,০০০ টি মেসেজ পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-র সাবস্ক্রিপশন মিলবে। জিয়োর ১,৫৫৯ টাকার প্ল্যানে দিনে ৪.৬৩ টাকার মতো খরচ পড়ে।
জিয়োর ১,৫৫৯ টাকা প্ল্যানে ভ্যালিডিটি মেলে ৩৩৬ দিন। সেই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে। ৩৩৬ দিনে ২৪ GB হাইস্পিড ডেটা পাওয়া যায়।
সেই সীমা পেরিয়ে গেলে সেকেন্ডে ডেটা স্পিড দাঁড়ায় ৬৪ Kb। বিনামূল্যে মোট ৩,৬০০ টি মেসেজ পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-র সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।
Jio recharge