জয় শ্রী রাম ও ‘মোদী জিন্দাবাদ’ বলতে অস্বীকার করায় বেধড়ক মার অটো চালককে, গ্রেফতার দুই অভিযুক্ত

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

জয় শ্রী রাম ও ‘মোদী জিন্দাবাদ’ বলতে অস্বীকার করায় বেধড়ক মার অটো চালককে, গ্রেফতার দুই অভিযুক্ত 

জয়পুর: এবার রাজস্থান। রোষের মুখে এবার এক অটো ড্রাইভার। ‘জয় শ্রী রাম’, ও ‘মোদী জিন্দাবাদ’ ধ্বনি দিতে অস্বীকার করায় ৫২ বছরের ওই অটো চালককে বেধড়ক মারের অভিযোগ উঠেছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

পুলিশ জানিয়েছে, ওই অটোচালক ‘জয় শ্রী রাম’, ও ‘মোদী জিন্দাবাদ’ ধ্বনি দিতে অস্বীকার করায় তাঁকে নৃশংস ভাবে মারে দুইজন লোক । অটোচালকের দাবি, ওই দুজন লোক তাঁর দাঁড়ি টেনে তাঁকে ‘পাকিস্তান যাও’ বলতে থাকে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দুই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

গফফর আহমেদ কাঁচাওয়া নামে আক্রান্ত ব্যক্তি পুলিশকে জানিয়েছে, অভিযুক্তরা তাঁর ঘড়ি, টাকা পয়সা কেড়ে নেয়। একই সঙ্গে মেরে তাঁর দাঁত ভেঙে দেওয়া হয়, চোখ এবং মুখ মেরে ফুলিয়ে দেওয়া হয়।

দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, শুক্রবার ভোর ৪ টের দিকে গফফর আহমেদ নামে ওই অটো ড্রাইভার পাশের গ্রামে যাত্রীদের নামিয়ে ফিরছিলেন। সে সময় একটি গাড়িতে থাকা দুই ব্যক্তি তাঁকে থামিয়ে তামাকের জন্য জিজ্ঞাসা করেন।

তবে সে তামাক দিলেও তাঁরা তা নিতে রাজি হয়নি বলে দাবি। এরপরই তাঁকে ‘জয় শ্রী রাম’, ও ‘মোদী জিন্দাবাদ’ বলতে বলা হয়। কিন্তু সে তাতে রাজি না হওয়ায় অভিযুক্তরা লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এরপরই লোকটি পুলিশের দারস্ত হন।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment