ধর্ষণের মামলা রুজু করায় মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা যুবকের
জয়পুর: ধর্ষণের মামলা রুজু করায় এক মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা করল অভিযুক্ত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। রবিবার রাতে ওই মহিলা দীপাবলির প্রদীপ দিচ্ছিলেন। তখনই সাতমাস ধরে ফেরার থাকা অভিযুক্ত আচমকা তাঁর বাড়িতে আসে।
এরপর সঙ্গে থাকা পেট্রল ছুঁড়ে মারে মহিলার গায়ে। তিনি কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত তাঁর দিকে ছুঁড়ে দেয় একটি জ্বলন্ত প্রদীপ। এতেই মহিলার শরীরে আগুন ধরে যায়। কোনওভাবে অভিযুক্ত ব্যক্তিও অগ্নিদগ্ধ হয়ে পড়ে। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মূল অভিযুক্ত সহ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ১৮ নভেম্বর পর্যন্ত ধৃতদের হেফাজতে নিয়ে পুলিসের তরফে তদন্ত শুরু করা হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা ওই মহিলার প্রতিবেশী। এর আগে গত এপ্রিলে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তার পর থেকে ফেরার ছিল ২৮ বছরের মূল অভিযুক্ত। রবিবার সন্ধ্যায় সে আচমকা ওই মহিলার বাড়িতে হাজির হয়। তার পরই তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ।