১৫ দিনের ব্যবধানে দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন জেপি নড্ডা
২০২১ বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। তাই দিন পনেরোর ব্যবধানে ফের এ রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বুধবার বিজেপির দলীয় একটি সূত্রে খবর, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন গোছাতেই দু’দিনে সফরে পশ্চিমবঙ্গে আসছেন জেপি নড্ডা।
এর আগে ১৯ অক্টোবর উত্তরবঙ্গ সফরে এসেছিলেন বিজেপির জাতীয় সভাপতি। তবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবে রাজ্যে আসবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বুধবার দিলীপ ঘোষ জানান, দু-দিনের সফরে ৬-৭ নভেম্বর পশ্চিমবঙ্গে আসছেন জেপি নড্ডাজি। সাংগঠনিক বিষয় দেখতে কলকাতা ছাড়াও তিনি জেলাগুলিতে ঘুরবেন। দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে বিজেপি লোকসভায় সাফল্য পেয়েছিল, নড্ডার এ বারের সভায় সেই জেলাগুলিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, ৬ নভেম্বর বীরভূম, পূর্ব বর্ধমান, আসানসোল, পুরুলিয়া ও বাঁকুড়া– এই ৫ জেলার সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন নড্ডা। ৭ নভেম্বর জঙ্গলমহল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলির সাংগঠনিক প্রতিনিধিদেরও ডেকে নিতে পারেন।
এছাড়া, ৬ নভেম্বর বিজেপি কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল বার্তাও দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। একটি সূত্রে খবর, জেপি নড্ডার দক্ষিণবঙ্গ সফরে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় তাঁর সঙ্গী হবেন।