লখনউ – শনিবার রাতে উত্তরপ্রদেশের মথুরায় একটি বাড়ির ৬ তলা থেকে ঝাঁপ দিল এক রাশিয়ান মহিলা। তাঁর ঘনিষ্ঠদের দাবি, কৃষ্ণের দেখা পেতে উতলা হয়ে উঠেই এই চরম সিদ্ধান্ত নেন তিনি। ছিলেন শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত,মনে মনে ইচ্ছা ছিল ঈশ্বর দর্শনের।
সূত্রের খবর, ইদানীং তিনি সব সময় কৃষ্ণের প্রতি তাঁর ব্যাকুলতার কথা বলতেন। জানাতেন, একবার শ্রীকৃষ্ণের দেখা পেতে চান তিনি।
এরপরই শনিবার রাতে তিনি আচমকাই লাফ দেন ৬ তলা থেকে। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দাদের সাহায্যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর চোট এতটাই গুরুতর ছিল, হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সুপারিন্টেন্ডেন্ট এমপি সিং জানিয়েছেন, ৪০ বছরের ওই মহিলার নাম মেলোভস্কায়া। রাশিয়ার রোস্তভ শহরের বাসিন্দা ওই মহিলা ট্যুরিস্ট ভিসা নিয়ে এদেশে এসেছিলেন। বৃন্দাবনের অ্যাপার্টমেন্টটিতে তিনি একলাই থাকতেন। ‘বৃন্দাবন ধাম’ নামের ওই বাড়িটি ‘রাশিয়ান বিল্ডিং’ নামেই পরিচিত।
পুলিশ জানিয়েছে ঠিক কী এ নিয়ে তদন্ত চলছে, তারা খতিয়ে দেখছে, এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে কিনা।