নয়াদিল্লি: এবার করোনা আক্রান্ত বিজেপির হেভিওয়েট নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একই সঙ্গে তাঁর মাও করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সোমবার সন্ধেয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চিকিৎসার জন্য ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ ডাক্তার তাঁকে পরীক্ষা করে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন ৷ সেই অনুযায়ীই জ্যোতিরাদিত্যকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় হাসপাতালে৷
এর মধ্যেই কোভিডের উপসর্গ দেখা দিয়েছে জ্যোতিরাদিত্য ও তাঁর মায়ের মধ্যে। করোনা পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর দিল্লিতেই ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । সম্প্রতি, তাঁর গেরুয়তা শিবিরও ত্যাগ করার জল্পনা শুরু হয়ে যায়। নিজের ট্যুইটার প্রোফাইল থেকে ‘বিজেপি’-এর নাম সরিয়ে দেন তিনি। এরপরই জল্পনা মাথাচাড়া দেয়।
তাঁরা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রিয় নেতা ও তাঁর মায়ের সুস্থতার কামনা করে চলেছেন সমর্থকরা।