কলকাতা: মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন সিপিএম সাংসদ ও তৃণমূল নেত্রী জ্যোতির্ময়ী সিকদার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর ভারচুয়াল সভার পরেই বিজেপির রাজ্য দপ্তরে এসে যোগদান করেন তিনি। তাঁর হাতে দলের পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ ও রাহুল সিনহা।
প্রসঙ্গত, ২০০৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে সিপিএম-এর হয়ে জিতেছিলেন জ্যোতির্ময়ী সিকদার। তারপর কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদও হয়েছিলেন তিনি। কিন্তু পরের বার তৃণমূলের তাপস পালের কাছে হেরে যান তিনি। তারপর থেকে খুব কমই তাঁকে রাজনৈতিক সমাবেশে দেখা যেত।
কিন্তু গত লোকসভা নির্বাচনের সময় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন জ্যোতির্ময়ী শিকদার।২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ফের দল বদলালেন তিনি। শনিবার তাঁর সল্টলেকের বাড়িতে যান বঙ্গ বিজেপি-এর সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ পদ্মফুল উপহার দেন জ্যোতির্ময়ীকে। বিজেপি সভাপতির সঙ্গে জ্যোতির্ময়ী সিকদারের এই ছবিটি প্রকাশ্যে আসতেই বিজেপিতে তাঁর যোগদান করা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। তার ৩ দিন পরেই গেরুয়া শিবিরে যোগ দিলেন জ্যোতির্ময়ী।