কলকাতাঃ প্রবল গরমের পর কিছুটা স্বস্তি দিল মরসুমের প্রথম কালবৈশাখী। আজও রাজ্যের বেশ কিছু জায়গায় কালবৈশাখী প্রভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদীয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ,হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় ।
গত কয়েকদিন ধরেই কলকাতা ও দক্ষিণবঙ্গে গরম পড়ছিল কিন্তু সেভাবে জলীয় বাষ্পের যোগান না থাকায় মেঘ তৈরি হচ্ছিল না। শনিবার থেকেই সাগরের জলীয়বাষ্প ঢুকতে শুরু করে এবং তা গরম হয়ে বাতাসের উপরের স্তরে পৌঁছায়, যা দ্রুত ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে।
রবিবার বিকালের পরে বৃষ্টি হওয়ার পর গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছে শহরবাসী।আজকেও বৃষ্টির সম্ভবনা রয়েছে আলিপুরদুয়ার সুত্রে খবর। গতকালের এই কালবৈশাখী কিছুটা হলেও শহরবাসীকে স্বস্তি দিয়েছে ।