কলকাতা: সাম্প্রতিককালে এমন তীব্র কালবৈশাখী দেখেননি অনেকেই। বুধবার রাতে কালবৈশাখী দেখাল দাপট। ঘন্টা প্রতি গতিবেগ দাঁড়াল ৯৬ কিমি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ক’দিন বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। ফলে গরম থেকে রেহাই মিলবে।
বুধবারের কালবৈশাখীর জেরে মৃত্যু হয়েছে ৩ জনের। বজ্রপাত ও গাছ পড়ে এই মৃত্যু হয়েছে। অল্প সময়ের বৃষ্টিতেও জল জমে যায় একাধিক এলাকায়।
সর্বোচ্চ গতিতে এক মিনিটের কিছু বেশি সময় স্থায়ী ছিল কালবৈশাখী। চলতি মরসুমে এটি ষষ্ঠ কালবৈশাখী। তবে গতির নিরিখে এটাই সর্বোচ্চ।