Kalighat Mandir
লড়াই ২৪ ডেস্ক: এবার থেকে করোনাবিধি মেনেই খুলবে কালিঘাট মন্দিরের গর্ভগৃহ। শনিবার এই সিধান্তে উপনীত হয়ে মন্দিরের গর্ভগৃহ খুলে দিল মন্দির কতৃপক্ষ। তবে পাশাপাশি বেঁধে দিল কিছু নিয়মবিধি। গর্ভগৃহে একসাথে প্রবেশ করতে পারবেন ১০ জন ভক্ত। পুজো দেওয়া যাবে। তবে মানতে হবে সমস্তরকম করোনাবিধি। শুক্রবার মন্দির কমিটির সহ সভাপতি বিদ্যুৎ হালদার জানান, ‘করোনা পরিস্থিতির মোকাবিলায় এতদিন পর্যন্ত মন্দির খোলা থাক্ললেও গর্ভগৃহে প্রবেশ করা যাচ্ছিল না। শনিবার থেকে ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। তবে পুজো সামগ্রীর মধ্যে বাদ থাকবে নারকেল।’
আরও পড়ুন…….বাইকের কাগজ দেখতে গিয়ে মৃত্যুর শিকার হলেন এক পুলিশ কর্মী
মন্দিরে জমায়েতকে নিয়ন্ত্রণ করার জন্য বাড়ানো হয়েছে মন্দিরের সময়সীমা। প্রথম ধাপে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা অবধি খোলা থাকবে মন্দির। দ্বিতীয় ধাপে, বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। আজ গর্ভগৃহ খোলার পর ভক্ত সমাগম কেমন হচ্ছে এই বিষয়ে নজর রাখবে মন্দির কতৃপক্ষ।
Kalighat Mandir