টুইটারে তাপসী পান্নুকে ব্যক্তিগত আক্রমণ করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাপসীকে মায়ের নাম করে কটুক্তি করলেন কঙ্গনা।
তিনি তাপসীকে তুই-তোকারি’ সম্বোধন, ‘কুকুর’, ‘দেশের বোঝা’ কিছুই বলতে বাকি রাখলেন না। সমাজ মাধ্যমে কঙ্গনা লিখলেন, ‘তোর মাকে সবার সামনে কু-কথা বললে চুপ করে থাকতে পারবি তো’!
বৃহস্পতিবার সকালে তাপসী একটি টুইট করে লেখেন, “যদি একটা টুইট তোমাদের একতার ভিতকে এ ভাবে নাড়িয়ে দেয়, সামান্য ঠাট্টা বিশ্বাসের গোড়ায় আঘাত করে, একটা ছবি বা অনুষ্ঠান যদি ধর্মবিশ্বাসে আঘাত করে, তবে আমার মতে, এখানে সমস্যাটা তোমার। তোমারই উচিত নিজের নীতিবোধের গোড়াটাকে একটু শক্ত করে নেওয়া। যারা এ সব বলছে, তাদের ভুয়ো প্রচারের পুঁথি পড়ানো নয়।”
অভিনেত্রী তাপসী টুইটে যে ‘ঐক্যবদ্ধ ভারত’-এর হ্যাশট্যাগে ভারত সরকারের পক্ষে কথা বলা তারকাদেরই আক্রমণ করেছেন তা স্পষ্ট করে বোঝা যাচ্ছে। জবাব দিতে দেরি করেননি কঙ্গনাও। দেশের তারকারা কেন আন্তর্জাতিক তারকাদের বিরুদ্ধে সরব হয়েছেন, কেনই বা ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিয়েছেন, তা বুঝিয়ে দিয়েছেন শাসকদলের সমর্থক বলে পরিচিত কঙ্গনা।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বিরোধিতা করতে গিয়ে তাপসীকে ‘কুকুর’ বলতেও বাধেনি। কৃষক আন্দোলনের সমর্থনে আন্তর্জাতিক তারকাদের নিন্দার মুখে ‘ঐক্যবদ্ধ ভারত’-এর যে ছবি তুলে ধরছে দেশ, তারই সমর্থন করে কঙ্গনা লিখেছেন, ‘নিজের দেশ, পরিবার আর বিশ্বাসের জন্য মানুষের সব সময় রুখে দাঁড়ানো উচিত। দেশই আমাদের কর্ম। ধর্মও। তাই এর উপর শুধু বোঝা হয়ে বসে থেকো না। কেন না তা হলে, অন্যের রুটি খেয়ে বেঁচে থাকা পোষ্যের মতোই থেকে যাবে। নতুন কোনও উচ্চতায় পৌঁছতে পারবে না’।