কৃষকদের জঙ্গি বলে আক্রমন কঙ্গনার, অবশেষে দায়ের হল এফআইআর
কর্ণাটক: এবার কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কর্নাটক পুলিস। কর্নাটকের তুমকুর থানার পুলিস বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের করে এফআইআর।
সম্প্রতি কর্নাটক আদালতের তরফে স্পষ্ট জানানো হয়, কৃষি বিল নিয়ে কৃষকদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের জেরে এফআইআর দায়ের করা হোক কঙ্গনার বিরুদ্ধে। আদালতের নির্দেশ অনুযায়ীই এবার তুমকুর থানার পুলিস এফআইআর দায়ের করে।
সম্প্রতি কৃষি বিলের বিরোধীদের ‘জঙ্গি’ বলে আক্রমণ করেন কঙ্গনা রানাউত। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা যাঁরা করেন, তাঁদের পাশাপাশি কৃষি বিলের বিরোধীদেরও ‘জঙ্গি’ বলে আক্রমণ করেন কঙ্গনা।
বলিউড অভিনেত্রীর ওই মন্তব্যের পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়। কৃষি বিলের বিরোধীদের কঙ্গনা এভাবে কটাক্ষ করতে পারেন না বলে পালটা তোপ দাগতে শুরু করে বিরোধী শিবির। এরপরই বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। কর্নাটকের আইনজীবী রমেশ নায়েক কঙ্গনার বিরুদ্ধে আদালতের দ্বারস্ত হন।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন