মর্মান্তিক! জঙ্গিদের গুলিতে নিহত বিজেপি নেতা সহ তাঁর পরিবারের সদস্য
জম্বু কাশ্মীর: জঙ্গির গুলিতে প্রাণ হারালেন বিজেপি নেতা শেখ ওয়াসিম সহ তাঁর ভাই ও বাবা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জম্বু কাশ্মীরের বান্দিপোড়ায়।
সূত্রের খবর এই দিন রাত ৯ টায় উপত্যাকার ওই বিজেপি জেলাসভাপতি ও তাঁর বাবা বশির আহমেদ ভাই উমের বশির একটি দোকানে বসেছিলেন । তখন তাঁর ৮ জন কমান্ডো নিরাপত্তা রক্ষী সেই সময় উপস্থিত ছিলেন না। হটাৎই তাঁদের উপর হামলা চালায় জঙ্গিরা।
ঘটনায় বিজেপি নেতারা শোক প্রকাশ করেছে ।
সূত্রের খবর সন্ত্রাসবাদী সংগঠন জইশ – ই – মহম্মদকে সাহায্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। তারই ফল হতে পারে এটি।