ক্যাটরিনার আঙুলের এনগেজমেন্টের হিরের আংটি-র দাম কত জানেন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Katrinas diamond ring

 লড়াই ২৪ : বৃহস্পতিবার ক্যাটরনা কাইফ ও ভিকি কৌশল গাঁটছড়া বাঁধলেন। স্বপ্নের মতো বিয়ের সাক্ষী থাকল রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা রিসর্ট। ক্যাটরিনা ও ভিকি সম্পর্ক নিয়ে কখনও মুখ না খুললেও বিয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বিয়েতে বর কনে দুজনেই পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক। তবে পোশাকের পাশাপাশি নজর কেড়েছে ক্যাটরিনার আঙুলের এনগেজমেন্ট আংটি। হিরের উপরে নীলা পাথর বসানো আংটি দেখে মুগ্ধ হয়েছে নেটিজেন। আর এই আংটির দাম কত হতে পারে, তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, হিরে, প্লাটিনাম ও নীলা দিয়ে তৈরি এই আংটি যার দাম ৭.৪লক্ষ টাকা। ক্যাটরিনা টিফানি অ্যান্ড কো. ব্র্যান্ডের আংটি পরেছিলেন। বৃহস্পতিবার দুপুর ৩.৩০টেয় ক্যাটরিনা ও ভিকির বিয়ের লগ্ন ছিল। বিয়ের ছবি এর পরে নিজেরাই পোস্ট করেন তাঁরা।

ছবির ক্যাপশনে নবদম্পতি লেখেন, “যা কিছু এবং যারা আমাদের দুজনকে এক করেছে এই সুন্দর মুহূর্তের জন্য সেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমরা একটা নতুন যাত্রা শুরু করলাম। তাই আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই।”

এদিন ক্যাটরিনার পরনে ছিল টুকটুকে লাল লেহেঙ্গা ও চোলি। সঙ্গে গা ভর্তি গয়না। ভিকির পরনে বেজ রঙের শেরওয়ানি। আর তার সঙ্গে গলায় ভারী গয়না।

Katrinas diamond ring

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment