মুম্বই: ২০০৩ সালে ‘বুম’ ছবিতে প্রথম দেখা যায় ক্যাটরিনাকে। প্রথম ছবিতেই এই নায়িকার রূপে মুগ্ধ হয়েছিল বলিউড।
বলিউডের অন্যতম আবেদনময় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এই লাভলি ডিভা আজ (১৬ জুলাই) তাঁর ৩৭তম জন্মদিন উদযাপন করছেন। আর ভক্তরাও নিঃশর্তে উজাড় করে তাঁকে শুভ কামনা জানাচ্ছেন।
বলিউডে এসে একাধিক নামকরা হিরোর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তালিকায় রয়েছে রণবীর থেকে শুরু করে সালমান খানের মতো নাম। তবে টেকেনি সেগুলি।
ক্যাটরিনা কাইফ ১৯৮৩ সালের ১৬ জুলাই হঙকঙে জন্ম গ্রহণ করেন। কভাটরিনার বাবা মহম্মদ কাইফ, কশ্মিরী ব্যবসায়ী ছিলেন। তিনি বিয়ে করেন বিদেশিনি সুজেন টারকোটকে। ক্যাটরিনারা সাত ভাই বোন।
লন্ডনে পাকাপাকি ভাবে বাস করতে শুরু করেন এই পরিবার। তার আগে বিভিন্ন দেশে থেকেছেন ক্যাটের পরিবার। ক্যাটরিনার মা একজন উকিল ছিলেন। আর আজ তাঁর মেয়ে এদেশের সফল বলিউড নায়িকা।