অভিনেত্রীকে নিজের ‘গোপন’ পাঠাতেন এক ব্যক্তি, কড়া অ্যাকশন নিলেন কবিতা
মুম্বই: এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মুম্বইয়ের অভিনেত্রী কবিতা কৌশিক। সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তির দ্বারা লাগাতার হেনস্থা হয়ে অবশেষে সাইবার ক্রাইমের দ্বারস্থ হন অভিনেত্রী। যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তকে গ্রেফতারের অনুরোধ করেছেন তিনি। শুধু তাই নয়। টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন নায়িকা।
নিজের অভিযোগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও জাতীয় মহিলা কমিশনকেও ট্যাগ করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন- ‘শঙ্কর’ নামের ওই ব্যক্তি ব্যক্তিগত ‘গোপন’ ছবি পাঠাচ্ছে তাঁকে। একবার না বারেবারে অভিযুক্ত একই কাজ করে বলে দাবি। এরপরেই কড়া পদক্ষেপ নেন অভিনেত্রী।
This man named ‘shankar’ is confidentally sending pics of his privates to celebs during this holy time, imagine what a threat he must be to less privileged girls, how is no one offended n bothers to find where he lives and yell slogans!?Saara zor aurton pe hi chalta hai kya? https://t.co/sQW81Rdv3T pic.twitter.com/slcLBNuDcW
— Kavita (@Iamkavitak) October 21, 2020
পুলিশের কাছে অভিযোগ জমা পড়তেই তৎপর হয়েছে পুলিশ। তাঁরা অভিনেত্রীকে ওই ব্যক্তির গ্রেফতারির ব্যাপারে আশ্বাস দিয়েছে। বলা হয়েছে, যত দ্রুত সম্ভব ওই ব্যক্তিকে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় এমনিতেই বরাবর সক্রিয় এই অভিনেত্রী। জানেন ভালো মন্দ। সেখানে তাঁকেই এমন চূড়ান্ত হয়রানির শিকার হতে হল।