লড়াই ২৪ ডেস্ক: আপনি কি বিক্রি করতে চলেছেন পুরনো আইফোন (iPhone ) ? তার আগে এই কাজগুলো সেরে ফেলুন।
ফোন বিক্রি করার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
নতুন মোবাইল ফোন ব্যবহারের অনেকেরই শখ থাকে। আর তার জন্য অনেকেই বছরের অনেকবার মোবাইল ফোন পরিবর্তন করেন; সেক্ষেত্রে পুরনো ফোন বিক্রি করে দেন তাঁরা।
অ্যাপল আইফোনের ক্ষেত্রে, রিসেল ভ্যালু ভালোই পাওয়া যায়। তাই অনেকে নতুন ফোন কেনার জন্য পুরনো ফোন বিক্রি করে দেন। কিন্তু এক্ষেত্রে ফোন বিক্রি করার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
কী কী বিষয় মাথায় রাখতে হবে জেনে নিন।
Read more………………..Old Couple Marriage: ৭৯ বছর বয়সে বিয়ে! দাদুর বিয়ের সাক্ষী থাকল নাতি-নাতনিরা
১। ফোন ফরম্যাট করুন
অবশ্যই ফোন বিক্রি করার আগে মাথায় রাখতে হবে সেই ফোনে যেন কোনও রকম তথ্য না থাকে। তার জন্য ফোনে থাকা সমস্ত তথ্য মুছে দিতে হবে। যদি সম্ভব হয় ফোন বিক্রির আগে ফরম্যাট করলে সুবিধা হয়। এতে সমস্ত ব্যক্তিগত তথ্য মুছে যাবে।
২। সমস্ত তথ্য যেন আইক্লাউড ড্রাইভে ট্রান্সফার করা
আইফোন-এর ক্ষেত্রে ব্যবহারকারীরা তাদের সমস্ত তথ্য আইক্লাউডে রাখতে পারেন। সেক্ষেত্রে ফোন বিক্রি করার আগে ফোনে থাকা সমস্ত তথ্য আইক্লাউডে সঞ্চিত করে রাখতে হবে। এর ফলে নতুন যে ব্যক্তি ফোনটি ইউজ করবেন তিনি ওই তথ্য পাবেন না। পাশাপাশি কোনও তথ্য মুছে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
৩। অফলাইন ডেটা আইটিউনে সেভ করে রাখা
অনেকক্ষেত্রে দেখা যায় আইক্লাউডে জায়গা থাকে না। সে ক্ষেত্রে আইটিউন ব্যবহার করা যেতেই পারে। আইটিউন অ্যাপ অথবা পিসি-তে ডাউনলোড করে সেখানে প্রয়োজনীয় তথ্য সঞ্চয় করে রাখা যেতে পারে।
৪। ডিভাইজ আনপেয়ার করুন
আপনি যে ফোনটি বিক্রি করছেন তার সঙ্গে যদি অন্য কোন ডিভাইজ পেয়ার করা থাকে অথবা অন্য কোন ডিভাইজ সংযুক্তিকরণ করা থাকে তাহলে আনপেয়ার করে দিতে হবে। অ্যাপল ওয়াচ অ্যাপ এয়ারপড সহ একাধিক ডিভাইজ সংযুক্তিকরণ করা থাকলে তা বিক্রির আগে আনপেয়ার করতে হবে।