করোনা মোকাবিলায় কেজরিওয়াল সরকার ব্যর্থ: গৌতম গম্ভীর
নিউদিল্লি: দেশজুড়ে প্রথম দফায় লকডাউন তোলার পর্ব চলছে। এরই মধ্যে একাধিক রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। সেই তালিকায় প্রথম সারিতে রয়েছে দিল্লি।
ইতিমধ্যেই দিল্লির করোনা পরিস্থিতি মোকাবিলায় কেজরিওয়াল সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুপ্রিমকোর্ট। এবার সেই একই প্রশ্ন তুলে দিল্লিবাসী কে সাবধান করলেন গৌতম গম্ভীর।
এদিন টুইট করে কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন গম্ভীর। তিনি বলেন, “দিল্লিবাসীরা সাবধান। অ্যাড ক্যাম্পেইন ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় সরকার, পার্শ্ববর্তী রাজ্য, হাসপাতাল, টেস্টিং অ্যাপ সবাইকে দোষারোপ করা শেষ হয়েছে।
এবার সুপ্রিম কোর্টকে দোষ দেওয়ার পালা। কারণ অরবিন্দ কেজরিওয়াল নিজে কোনও দোষ স্বীকার করেন না।”
উল্লেখ্য, আজ অর্থ্যাৎ শুক্রবার করোনায় মৃতের প্রতি ব্যবহার নিয়ে সুপ্রিমকোর্ট দিল্লির সরকারকে কাঠগড়ায় তুলেছে।
এক মৃতের সৎকার নিয়ে দিল্লি সরকারের বিরুদ্ধে এক মামলার শুনানিতে সুপ্রিমকোর্ট করোনা রোগীদের “পশুদের চেয়েও বেশি” অবহেলা করা হচ্ছে বলে মন্তব্য করে। যা নিয়ে কেন্দ্রীয় সরকারকে পক্ষপাতহীন তদন্তের নির্দেশ দিয়েছে