হোম কোয়ারেন্টাইনে কেজরিওয়াল
নয়াদিল্লি: অসুস্থ হয়ে পড়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে নিজের সরকারি বাসভবনে সেলফ আইসলেশনে রয়েছেন তিনি। জানা গিয়েছে মঙ্গলবার সকালে তাঁর করোনা টেস্ট করানো টেস্ট হবে বলে জানা যাচ্ছে।
আম আদমি পার্টির তরফ থেকে জানানো হয়েছে, রবিবার থেকেই তাঁর গলা ব্যথা শুরু হয়, তার সঙ্গে সামান্য জ্বরও রয়েছে তাঁর। ইতিমধ্যে তিনি তাঁর সব সরকারি কাজকর্ম বাতিল করে দিয়েছেন। দলের তরফ থেকে জানানো হয়েছে তাঁর গলায় ব্যাথা আর জরের কারণে টেস্টও করানো হবে। তাঁরা অনুমান করছেন এটা কোরোনাও হতে পারে।
দলের নেতা রাঘব চাড্ডা জানিয়েছেন, ‘করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। রবিবার বিকেল থেকে করোনার কিছু উপসর্গ তাঁর মধ্যে দেখা গিয়েছে। তারপর থেকেই তিনি কারও সঙ্গে কথা বলছেন না। বেশকিছু দিন ধরেই তিনি ভিডিও কলের মাধ্যমে বৈঠক করছেন। গোটা বিষয়টি নিয়ে আমরা খুবই চিন্তিত’।