কেরল: কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে গিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে৷ এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷
বিমানে ছিলেন ১৯০ জন যাত্রী। মৃত ১৯ জনের মধ্যে রয়েছেন বিমানের পাইলট ও কো-পাইলট। পুলিশ সূত্রে জানা গিয়েছে ৩৫ ফুট উঁচু থেকে পড়ে যায় বিমানটি। আর তার ফলেই এই দুর্ঘটনা ঘটে।
ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, বৃষ্টির জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে। খারাপ আবহাওয়ার জন্য ৩৫ ফুট গভীরে পড়ে যায় বিমানটি। আর তাতেই দু ভাগে ভেঙে যায় ওই বিমান।
রামমন্দিরে ভূমিপূজোর পরে প্রধানমন্ত্রীর কাছে কী দক্ষিণা চেয়েছিলেন পুরোহিত
শুক্রবার দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ অবতরণের সময় দৃশ্যমানতা প্রায় ছিলই না ৷ বিমানবন্দরের ১০ নম্বর রানওয়েতে নামার পরেই পিছলে যায় বিমানের চাকা৷ রানওয়ের একেবারে শেষপ্রান্ত পর্যন্ত গিয়েও বিমানটিকে থামাতে পারেননি পাইলট ৷
দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে।