মুম্বই: লাস্ট স্টোরিজ, কবির সিং সহ একাধিক সিনেমায় তাঁর অভিনয় দক্ষতা বারবার নজর কেড়েছে দর্শকদের। পাশাপাশি, কঠিন চরিত্র সহজভাবে করা দক্ষতাও প্রশংসনীয় কিয়ারা আডবানী। কেরিয়ারের শুরুটা খুব একটা ভালো ছিল না কিয়ারার। বলিউডে প্রবেশ কোনওভাবেই সহজ ছিল না তাঁর কাছে।
তবে নিজে অভিনয় দক্ষতার উপর সবসময় আত্মবীশ্বীস ছিল অভিনেত্রী। আর সেই আত্মবিশ্বাসী আজ তাঁকে সাফল্য দোড়গোড়ায় পৌঁছে দিয়েছে।
বেশকিছুদিন আগে কবির সিং সিনেমাটি মুক্তি পাওয়ার পর তাঁর সহ অভিনেতা সম্পর্কে কিয়ারা বলেন, “আমি শাহিদের সিনেমা দেখে বড় হয়েছি, এটা বলতে পারব না। কারণ শাহিদ অত বুড়োও নয়।
কিন্তু ওর সঙ্গে কাজ করার পর এটা অনায়াসে বলতে পারি, এর আগে এত কিছু শিখিনি কারও থেকে।