Kolkata Book FairKolkata Book Fair
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Kolkata Book Fair Date:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় ফের ফুটবলের রোমাঞ্চ। এবার আর্জেন্তিনা হতে চলেছে আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলার ‘থিম কান্ট্রি’। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, যা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের করুণাময়ী মেলায় প্রাঙ্গণে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সোমবার শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বইমেলার বিস্তারিত জানালেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়।

এ বারের বইমেলায় আর্জেন্টিনার পাশাপাশি অংশ নেবে গ্রেট ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলোম্বিয়া, জাপান ও থাইল্যান্ড। দেশীয় পরিসরে উত্তরপ্রদেশ, কর্নাটক, ওডিশা, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশও হাজির থাকবে নিজেদের রাজ্য প্যাভিলিয়ন নিয়ে।

প্রতি বছরের মতো এবারও থাকছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন ও চিলড্রেনস কর্নার। পাশাপাশি, ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল (KLF), যেখানে দেশ-বিদেশের লেখক, কবি, প্রকাশক ও সাহিত্যপ্রেমীরা মিলিত হবেন।

Read More : কেবিসি’র ভাইরাল বাচ্চা: মডার্ন বাবা-মায়েদের দোষ কতটা? শুধরোবেন কী করে?

২০২৭ সালে বইমেলার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুরু হয়ে গিয়েছে বিশেষ পরিকল্পনা। উদ্যোক্তারা জানিয়েছেন, ১৯৭৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ময়দানে অনুষ্ঠিত বইমেলার দুর্লভ আলোকচিত্র নিয়ে একটি প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হবে।

২০২৫ সালের বইমেলায় প্রায় ২৭ লক্ষ দর্শক এসেছিলেন, বিক্রির অঙ্ক ছুঁয়েছিল ২৩ কোটি টাকা। এ বছর সেই সংখ্যা আরও ছাড়িয়ে যাবে বলে আশাবাদী গিল্ড কর্তৃপক্ষ।

চলতি বছরের বইমেলা তাই শুধু সাহিত্য নয়, আর্জেন্টিনার ফুটবল উন্মাদনায়ও ভরপুর হতে চলেছে—মারাদোনা-মেসির দেশকে ঘিরে। Kolkata Book Fair Date

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার