একদিনে কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা বৃদ্ধি পেল ১৫০-র বেশি
কলকাতা: রাজ্যের আকাশে করোনার কালো ছায়া অনেক আগেই ঘনিয়ে এসেছে। আক্রান্ত ও মৃতের পারদমাত্রা বাড়ছে হুহু করে। তবে রাজ্যের মধ্যে সবথেকে সংকটজনক পরিস্থিতি রাজধানী শহর কলকাতার। এখানে রাজ্যের আক্রান্ত ও মৃতের নিরিখে প্রায় অর্ধেক। সেই মত লাফিয়ে লাফিয়ে বাড়ছে কন্টেনমেন্ট জোনের সংখ্যাও। ১৬ তারিখে এক লাফে কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা বৃদ্ধি পেল ১৫০-এরও বেশী।
ফলে রাজ্যে মোট কন্টেনমেন্ট জোনের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৪৫৫। এর মধ্যে অর্ধেকেরও বেশী কন্টেনমেন্ট জোনের সংখ্যা মহানগরী কলকাতায়। প্রকৃত সংখ্যাটি হল ১৪৫৭।
আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহাকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “গত কয়েক দিনে এ শহরে একাধিক ট্রেন এসেছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে। তাঁরা বিভিন্ন জেলায় চলে গেলেও, এ শহরের স্টেশন দিয়েই গিয়েছেন। এছাড়া হঠাৎ করে উমফান বিপর্যয় চলে আসায় অনেক নিয়ম-কানুন শিথিল হয়ে গেছে লকডাউনের। ঘরোয়া বিমানও চালু করে দেওয়া হয়েছে, ফলে অন্য রাজ্য থেকে অবাধে এসেছেন অনেকে। সে জন্যই গত কয়েক দিনে কনটেনমেন্ট জোন বেড়েছে।”