অতিরিক্ত স্টপেজ পেল দিঘা-কলকাতা এক্সপ্রেস, কোন স্টেশনে থামবে?

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

যাত্রীদের সুবিধার জন্য, রেলওয়ে দক্ষিণেশ্বর স্টেশনে 03161/03162 কলকাতা-দিঘা-কলকাতা বিশেষের অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সেই অনুযায়ী, 03161 কলকাতা-দিঘা স্পেশাল এবং 03162 দিঘা-কলকাতা স্পেশাল (উভয় যাত্রা শুরু হচ্ছে 14.07.2024) দক্ষিণেশ্বরে পৌঁছবে 14:18 টায়। এবং 23:19 ঘন্টা। যথাক্রমে এবং ট্রেনটি দক্ষিণেশ্বর স্টেশনে উভয় দিকে 02 মিনিটের জন্য থামবে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

কবে মধ্যমগ্রামে খুলবে দাদা বৌদি বিরিয়ানি?

এতদিন হাওড়া থেকে দিঘা পর্যন্ত ট্রেন থাকলেও কলকাতা থেকে এই প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে গত সপ্তাহ থেকে।

  • গরমের ছুটি থেকে দিঘায় ভিড় বেড়েছে। লোকাল ও দূরপাল্লার ট্রেনে দিঘা যাতায়াতে প্রায়ই দুর্ভোগে পড়তেন পর্যটক থেকে নিত্যযাত্রীরা। বিশেষ ট্রেন চালু হলে দুর্ভোগ কিছুটা কমবে বলেই আশা।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment