রাজ্যের সব দুর্গামণ্ডপে দর্শক প্রবেশ নিষিদ্ধ, নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের
কলকাতা: রাজ্যের সব পূজা মণ্ডপকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। কোনও পূজা মণ্ডপেই কোনও দর্শনার্থী প্রবেশ করতে পারবে না।
তৃতীয়ার দিন এই নজিরবিহীন সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। জানানো হয়েছে পূজা উদ্যোক্তারা প্রবেশ করতে পারবেন। কিন্তু সর্বাধিক ২৫ জন পূজা উদ্যোক্তারা প্রবেশ করতে পারবেন। তাঁদের নামের আলাদা লিস্ট মণ্ডপের বাইরে টানিয়ে রাখতে বলা হয়েছে।
রাজ্যের মোট ৩৪ হাজার পুজো কমিটির উদ্দেশ্যেই এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বলা হয়েছে প্রয়োজনে ভার্চুয়াল পুজো দেখার ব্যবস্থা করতে।
উল্লেখ্য শুধুমাত্র পুজোর এরিয়া, অর্থাৎ পুজোর মণ্ডপই কন্টেনমেন্ট জোন তালিকাভুক্ত হচ্ছে। ছোট প্যান্ডেলের ৫ মিটার দূরত্বের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। বড় প্যান্ডেলের ক্ষেত্রে এটি ১০ মিটার। এই এলাকায় ব্যারিকেড করতে বলা হয়েছে। লাগাতে হবে নো এন্ট্রি সাইন।