Kolkata Metro on Puja Days: আসন্ন পুজো মরশুমে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে পরিষেবার সংখ্যা বাড়ানো হচ্ছে। বর্তমানে নর্থ-সাউথ রুটে প্রতিদিন ২৮৮টি মেট্রো চলে। আগামীকাল বৃহস্পতিবার থেকে তা বেড়ে ২৯০টি হবে। প্রথম ট্রেনটি সকাল ৬টা ৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে ছাড়বে, এবং অপরটি সকাল ৭টা ৫৪ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে যাত্রা করবে। তবে, সাপ্তাহিক নির্ঘণ্টে কোনও পরিবর্তন হবে না।
অন্যদিকে, ২ সেপ্টেম্বর কলকাতা মেট্রো যাত্রীদের থেকে ভাড়া বাবদ একদিনে রেকর্ড পরিমাণ আয় করেছে। চলতি মাসের প্রথম সোমবার, পাঁচটি রুটে মেট্রো পরিষেবা দিয়ে মেট্রো রেল এক কোটি ৩৩ লক্ষ টাকা আয় করেছে, যা কলকাতা মেট্রোর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক আয়ের রেকর্ড।
এর আগে, ২০১১ সালের ১ আগস্ট একদিনে সর্বাধিক আয় হয়েছিল এক কোটি ৪৭ লক্ষ টাকা। সেই সময় কলকাতা মেট্রোতে প্রথম স্মার্ট কার্ড চালু হয়েছিল এবং নতুন অটোমেটিক ফেয়ার কালেকশন (AFC) গেট ব্যবহার শুরু হয়েছিল। ওইদিন হাজার হাজার যাত্রী নতুন পদ্ধতিতে মেট্রো সফর উপভোগ করতে স্মার্ট কার্ড কিনেছিলেন, যার ফলে আয় বেড়ে গিয়েছিল।