বাড়িতে ঢুকে তরুণীকে খুনের অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে

Loading

বাড়িতে ঢুকে তরুণীকে খুনের অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে

কলকাতা: বাড়িতে ঢুকে ঘুমন্ত তরুণীকে খুন করা হল। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দপল্লীতে। মৃতার নাম প্রিয়াঙ্কা পুরকাইত, বয়স ২০।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

খুনের অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। তরুনীকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকেরা। ঘটনাস্থলে পৌঁছায় লালবাজারের হোমিসাইড শাখা।

সূত্রের খবর, শনিবার সকাল ৮ টা নাগাদ বাড়িতে সবাই ঘুমোচ্ছিলেন। তবে, বাড়ির মেন গেট খোলা ছিল। সেই সুযোগে প্রিয়াঙ্কার প্রাক্তন প্রেমিক জয়ন্ত হালদার বাইক নিয়ে তাঁর বাড়িতে ঢোকে।

তারপর সোজা চলে যায় প্রিয়াঙ্কার ঘরে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে ঘাড়ে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় প্রিয়াঙ্কাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছে।

জানা গিয়েছে, এলাকারই বিবাহিত যুবক জয়ন্ত হালদারের সঙ্গে সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। ইদানীং সেই সম্পর্কে চিড় ধরে। জয়ন্ত হালদার নামে ওই যুবক প্রিয়াঙ্কার জামাইবাবুর পূর্ব পরিচিত।

পরিবারের তরফে খুনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: