Kolkata Rain: জলমগ্ন রেললাইন বাতিল বহু ট্রেন, জেনে নিন!

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

 

লড়াই ২৪ ডেস্ক: বৃষ্টিতে হাওড়া শিয়ালদহ শাখার কারশেডে জল জমায় সময় বদল হয়েছে বহু ট্রেনের। গত ৪ দিন বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ভাবেই জল জমেছে। আর সেই পরিস্থিতির শিকার হতে বাদ পড়েনি রেল। বহু জায়গায় জলমগ্ন রেললাইন। বাতিল হয়েছে বহু ট্রেন।

বুধবার রেলের জনসংযোগ আধিকারিক তরফে জানানো হয়েছে, কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। তাঁরা জানিয়েছে, বৃষ্টিতে শিয়ালদহ শাখার কলকাতা স্টেশনে। হাওড়া শাখার টিকিয়াপাড়া ইয়ার্ড, ইএমইউ কারশেড এবং ঝিল সাইডিংয়েও জমা জল এখনও নামেনি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

জেনে নিন কোন কোন ট্রেনের সময় বদলাল-

Read more…………..ডিভোর্স চাইলেন বৈশাখী, তাহলে এবার কি শোভনের ঘরণী হওয়ার পথে?

বাতিল হয়েছে:

০৩১১৩/০৩১১৪ কলকাতা-লালগোলা-কলকাতা স্পেশ্যাল

০৩১১৮ লালগোলা-কলকাতা স্পেশ্যাল

০৩১৩৮ আজমগড়-কলকাতা স্পেশ্যাল

০৫০৪৮ গোরক্ষপুর-কলকাতা স্পেশ্যাল

০৩১৪৬ রাধিকাপুর-কলকাতা স্পেশ্যাল

০৩১৬২ বালুরঘাট-কলকাতা স্পেশ্যাল

০২২৬২ হলদিবাড়ি-কলকাতা স্পেশ্যাল

০০৩২৭ হাওড়া-আগরতলা স্পেশ্যাল

সময় পরিবর্তন হয়েছে:

০২৩১৯ কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট স্পেশ্যাল দুপুর ১টা ১০-এর বদলে সন্ধে ৬টায়

০৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই স্পেশ্যাল বেলা ১১টা ৪৫-এর বদলে দুপুর ২টোয়

০৩০১১ হাওড়া-মালদা টাউন স্পেশ্যাল দুপুর ৩টে ২৫-এর বদলে ছাড়বে বিকেল সাড়ে ৪টেয়

যাত্রীদের অসুবিধার জন্য আগাম দুঃখপ্রকাশও করেছে রেল।

 

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment