শহর কলকাতায় বর্তমানে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে ব্যাপক আন্দোলন চলছে। এর মধ্যেই শহরে শ্লীলতাহানির নতুন একটি অভিযোগ উঠেছে। প্রগতি ময়দান থানায় অভিযোগ করা হয়েছে যে, বাইপাসের কাছে একটি নামী বহুজাতিক হোটেলে এক সঙ্গীতশিল্পী এবং তাঁর বোনকে শ্লীলতাহানি করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।
অভিযোগ অনুসারে, ঘটনাটি ঘটে ২ আগস্ট রাতে, সায়েন্স সিটির কাছে এক হোটেলে একটি জন্মদিনের পার্টি চলাকালীন। সেই সময় শিল্পী এবং তাঁর বোনকে ডান্স ফ্লোরে কিছু লোক অশালীন আচরণ করে এবং হুমকিও দেয়। প্রগতি ময়দান থানার পুলিশ দ্রুত ঘটনাটি তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।
এদিকে, শহরে একের পর এক শ্লীলতাহানির ঘটনা ঘটে চলেছে। কিছুদিন আগেই দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ে এক বাইক আরোহীর হাতে টলিউড অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় আক্রান্ত হয়েছিলেন। পায়েলের অভিযোগ, সেই বাইক আরোহী তাঁর গাড়ির জানলা ভেঙে দিয়েছিল। পুলিশ সেই বাইক আরোহী, যিনি একজন সেনা অফিসার, তাঁকে গ্রেপ্তার করেছে।
পায়েলের ঘটনার পরেই আবার সেপ্টেম্বরের শুরুতেই সঙ্গীতশিল্পীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার আশ্বাস দিয়েছে।