রবিবারও চলবে মেট্রো: এবার থেকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে মেট্রো রবিবারও চলবে।
– কবে থেকে: আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নতুন ব্যবস্থা শুরু হবে।
– কেন এই সিদ্ধান্ত: কলকাতায় মেট্রোর জনপ্রিয়তা বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
– কতটা সময় চলবে: এখনও পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু হচ্ছে। যাত্রীদের চাহিদা দেখে স্থায়ী করা হবে।
– কতটা ফ্রিকোয়েন্সি: রবিবার আপ-ডাউন মিলিয়ে মোট ৬২টি মেট্রো চলবে। প্রতি ট্রেনের মাঝে ১৫ মিনিটের ব্যবধান থাকবে।
আপনি যদি হাওড়া বা হুগলি থেকে কলকাতা আসেন, তাহলে এই খবরটা আপনার জন্য খুবই ভালো। কারণ, এবার থেকে আপনি রবিবারও মেট্রো করে কলকাতায় আসতে পারবেন। গঙ্গার নিচ দিয়ে চলা এই মেট্রোতে করে আপনি হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ বা ধর্মতলা যে কোনো জায়গায় খুব সহজে যেতে পারবেন।
এতদিন রবিবার এই লাইনে মেট্রো চলত না। কিন্তু অনেক মানুষের দাবির কারণে মেট্রো কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনও পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। যদি যাত্রীরা এই ব্যবস্থাকে পছন্দ করে, তাহলে ভবিষ্যতেও এই ব্যবস্থা চালু থাকবে।
মনে রাখবেন:
– রবিবারও মেট্রোর সময়সূচি একটু আলাদা হবে।
– প্রথম মেট্রো দুপুর ২টা ১৫ মিনিটে ছাড়বে এবং শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়বে।
– প্রতি ১৫ মিনিট পর পর মেট্রো ছাড়বে।