ছিঃ, কলকাতায় কুকুরদের ওপর যৌন নির্যাতন যুবকের
কলকাতা: খাস কলকাতার বুকে চূড়ান্ত ন্যক্কারজনক ঘটনা। কুকুরদের ওপর যৌন নির্যাতন !!! দক্ষিণ কলকাতার হরিদেবপুরের এই ঘটনায় স্তম্ভিত আপামর রাজ্যবাসী।
রঞ্জন বাড়ুই নামে ২৬ বছরের ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, রাতের বেলায় কুকুর এনে তাঁদেরকে ধর্ষণ করত ওই যুবক। গা শিউরে ওঠা এই ঘটনায় ওই ব্যক্তির মানসিক অবস্থা নিয়েও নানান মহলে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই যুবকের ওপর নজর রেখেছিল এলাকাবাসীরা। এরপর সোমবার রাতে তাঁকে হাতেনাতে ধরা হয়। তার বিছানায় পাওয়া যায় একটি ছোট্ট কুকুর ছানা। এছাড়া ছিল নানান ওষুধ ও সিরিঞ্জও।
ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে পশুপ্রেমী নানান সংগঠনগুলি। উত্তেজিত জনতা অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও এর পর ব্যাপক মারধর করে। তাঁর সারামুখে কালি লেপে দেওয়া হয়। মাথায় ফাটানো হয় ডিম। পরে পুলিশ তাঁকে নিয়ে যায়।