মাস্ক পরতে অনুরোধ করায় দোকানের রক্ষীকে ২৭ বার কোপাল দুই বোন
শিকাগো: মাস্ক পরতে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে অনুরোধ করেছিলেন দোকানের নিরাপত্তা রক্ষী। সে জন্য তাঁকে দুই বোনের হামলার মুখে পড়তে হল। ছুরি দিয়ে ২৭ বার কুপিয়ে ক্ষতবিক্ষত করা হল নিরাপত্তা রক্ষীকে। ওয়েস্ট সাইড শিকাগোর ঘটনা।
পুলিশের মুখপাত্র কেরি জেমস জানিয়েছেন, রবিবার ৩২ বছরের রক্ষীর উপর হামলা চালায় ২১ বছরের জেসিকা হিল ও ১৮ বছরের জয়লা হিল। ওই রক্ষী এক বোনকে মাস্ক পরতে বলেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আর তখনই আর এক বোন টেনে এক ঘুসি মারে ওই রক্ষীকে। জেসিকা তখন নিজের প্যান্টের পকেট থেকে ছুরি বের করে পর পর আঘাত করতে থাকে নিরাপত্তা রক্ষীর উপর। তাঁর বুকে, পিঠে ও হাতে গভীর আঘাত লাগে।
ঘটনাস্থল থেকেই দুই বোনকে গ্রেফতার করে পুলিশ। তাদেরও আঘাত লাগায় স্থানীয় হাসপাতালে চিকিত্সা করা হয়। আদালতে কুক কাউন্টি সার্কিট জাজ মেরি সি. মারুবিও-র সামনে শুনানিতে অভিযুক্তের আইনজীবী দাবি করেন যে, দুই বোনই বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন।
আত্মরক্ষার্থেই তারা রক্ষীকে আঘাত করেছে। যদিও সরকার পক্ষের আইনজীবীর দাবি, ওই রক্ষী কোনও হামলা চালাননি দুই বোনের উপর।