থানাতেই গায়ে হলুদ মহিলা পুলিশ কর্মীর
জয়পুর: ছুটি পাওয়ার কথা ছিল কিন্তু গায়ে হলুদে ছুটি পাননি। তাই থানাতেই মহিলা পুলিশ কনষ্টেবলকে গায়ে হলুদ দিল থানার অন্য মহিলা কর্মীরা।
৩০ এপ্রিল বিয়ে রয়েছে রাজস্থানের দুনগরপুর কোতোয়ালির এক পুলিশ কনস্টেবলের। ২৩ এপ্রিল ছিল তাঁর গায়ে হলুদের দিন। ওইদিন প্রথমে তিনি ছুটিও পান। তবে পরে সেই ছুটি বাতিল হয়ে যায়।
অগ্যতা উপায়ন্তর না পেয়ে থানাতেই লেডি পুলিশ কনস্টেবলের গায়ে হলুদ দিল থানার মহিলা কর্মীরা।