প্রবল বৃষ্টির কারণে ধস দার্জিলিংগামী জাতীয় সড়কে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

landslide at kurseong

লড়াই ২৪ ডেস্ক: প্রবল বৃষ্টি জেরে ধসের শিকার দার্জিলিংগামী জাতীয় সড়ক। শুক্রবার সকালে অতিবৃষ্টির জেরে কার্শিয়াংয়ের তিনধরিয়ায় ধস নামে। ধসের কারণে ৫৫ নম্বর জাতীয় সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। পাহাড়ের সঙ্গে শিলিগুড়ির এটি অন্যতম রাস্তা। সেখানেই ধস নেমে চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। তবে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য যে রোহিণী ও মিরাক নামের রাস্তা দুটি রয়েছে সেগুলি এখনো অক্ষত। অপরদিকে ধসের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে টয়ট্রেনের লাইনও। বৃষ্টির মধ্যেই সরানো হচ্ছে ধস।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আরও পড়ুন….চড়া দামে ভুয়ো টিকা বিক্রির অভিযোগ দেবাঞ্জন দেবের বিরুদ্ধে

প্রসঙ্গত, এই কয়েকদিন আগেই ধস নামে বিজনবাড়ি এলাকায়। তারপরই এদিন ৫৫ নম্বর জাতীয় সড়কে ধসের জেরে উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকায়। তবে এই ঘটনা যে প্রথম এমনটা মোটেই নয়! প্রায় প্রতিবছরই ধসের শিকার হয় পাহাড়ের এই বিভিন্ন রাস্তাগুলি। ২০২০ সালে পাগলাঝোড়ার কাছে জাতীয় সড়কে ধস নেমেছিল। এদিকে দীর্ঘদিন পর জাতীয় সড়কের মেরামতির কাজ অনেকটাই হয়েছিল। সেই সড়কও এবার খতিগ্রস্থের মুখে, তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মহামারি কারণে পর্যটক কম আসায় বড় কোনো দুর্ভোগের শিকার হতে হয়নি সাধারণ মানুষকে।

landslide at kurseong

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment