BIG BREAKING: প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়
কলকাতা:অবশেষে হল না শেষ রক্ষা। প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গত ৬ অক্টোবর তার শরীরে ধরা পড়ে করোনা ভাইরাস। আর তারপর থেকেই তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আবারও তাঁকে বেলাভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আর তারপর থেকেই ভালো মন্দ মিলিয়ে চিকিৎসারত ছিলেন অভিনেতা।
তবে, ফের শুক্রবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আর শনিবার আসে দুঃসংবাদের ইঙ্গিত। চিকিৎসকরা সমস্ত আসাই ছেড়ে দিয়েছিলেন। আশ্চর্য কিছু না ঘটলে কার্যত এই অবস্থা থেকে বেরিয়ে আসা অসম্ভব বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা।
বাংলা চলচ্চিত্রে জগতের এক স্তম্ভ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার অভিনীত অন্যতম কয়েকটি চলচিত্র হল অপুর সংসার, ক্ষুদিত পাষান, সাত পাকে বাঁধা, চারুলতা, তিন ভুবনের পারে, সোনার কেল্লা, বসন্ত বিলাপ। তার অভিনীত সমস্ত সিনেমায় সারাজীবন সকলের মনে মণিকোঠায় থাকবে
অবশেষে, ৪১ দিন হাসপাতালে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই বর্ষীয়ান অভিনেতা। দীর্ঘ ছয় দশকের উজ্জ্বল অভিযান এর সমাপ্তি ঘটল।