BREAKING: প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা আশিষ কক্কর
কলকাতা: ফের নক্ষত্রপতন সিনেমা জগতে। এবার চলে গেলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা আশিষ কক্কর। মাত্র ৪৯ বছরেই তিনি পরলোক গমন করেন। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বিনোদন দুনিয়া।
আশিষের সংগীত রচয়িতা-বন্ধু নিশিত মেহতা আহমেদাবাদ মিররকে জানিয়েছেন যে , ” ছেলের জন্মদিন পালন করতে তিনি কলকাতায় ছিলেন। আর সেখানেই ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার মারা যান।
আশীষ কক্কর তাঁর পরিচালনায় বেটার হাফ (২০১০) এবং মিশন মমি (২০১৬) এর জন্য পরিচিত ছিলেন দর্শকমহলে। অভিনেতা হিসাবে তাঁকে সবচেয়ে বেশি দেখা গিয়েছিল অভিষেক কাপুরের কাই পো চেতে(২০১৩)