বৃষ্টিকে উপেক্ষা করে ঘরে ঘরে  কোজাগরী লক্ষ্মীর আরাধনা  চলছে প্রস্তুতি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

জয়দীপ মৈত্র,দক্ষিন দিনাজপুর,১৯ অক্টোবর ২০২১ঃ মঙ্গল ও বুধবার ধন ও ঐশ্বর্যের অধিষ্ঠাত্ৰী দেবী শ্ৰীশ্ৰী লক্ষ্মীদেবীর পুজোর প্রস্তুতি ঘরে ঘরে চলছে। প্ৰতি বছরই দুর্গাপুজোর পরপরই লক্ষ্মীদেবীর পুজো হয়ে থাকে। মঙ্গলবার সন্ধ্যায় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় লক্ষ্মী পুজো। মঙ্গল ও বুধবার ধন ও ঐশ্বর্যের অধিষ্ঠাত্ৰী দেবী শ্ৰীশ্ৰী লক্ষ্মীদেবীর পুজো। মঙ্গলবার ও বুধবার লক্ষ্মী পূর্ণিমার শুভলগ্নে প্ৰায় প্ৰতি গৃহস্থের বাড়িতেই চলছে সম্পদ ও ধনদায়িনীর পুজোর আয়োজন। সবে পুজো শেষ হয়েছে। মাসও শেষের পথে। আবার তার মধ্যে বাদ সেধেছে গত দুদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলতে থাকা ভারী বৃষ্টি চলছে তবে সেই বৃষ্টিকে উপেক্ষা করে মাথায় ছাতা নিয়ে কোজাগরী লক্ষ্মী দেবীর আরাধনার জন্য বাজারে বেরিয়েছেন আপামর বাঙালি। জিনিসের দাম বাজারে চড়া হলেও অনেকে প্রায় বেশি দাম দিয়ে পুজোর উপকরণ কিনে বৃষ্টিকে উপেক্ষা করেই দেবী কোজাগরী লক্ষ্মীর প্রস্তুতি শুরু করেছেন ।

পাশাপাশি বাজারের উপকরণের মূল্য আকাশছোঁয়া যার ফলে বিক্রিতে ভাটা পড়েছে অনেক ক্ষেত্রেই তাই সেই কারণে ফুল ফল ও অন্যান্য উপকরণের দোকানিদের মাথায় হাত পরেছে। চলতে থাকা করোনা পরিস্থিতির জন্য নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো হাত প্ৰায় ফাঁকাই। নুন আনতে পান্তা ফুরোয় এমন সব নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পকেটে টান পড়াটা খুবই স্বাভাবিক। বাজারে আগুন,তবুও এই দুর্মূল্যের দিনেও প্ৰতিটি পরিবার নিজেদের ক্ষমতা অনু্যায়ী আয়োজন করেছেন লক্ষ্মী পুজোর।   

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এদিন সকাল থেকেই বিভিন্ন বাজারে পুজোর উপকরণ ফল,ফুল,ধূপ,দীপ কিনতে খদ্দেররা ভিড় জমান।
বাজারে লক্ষ্মীর মৃন্ময়ী মূর্তি,ছবি ও রকমারি ফুল,বেলপাতা ও অন্যান্য সামগ্ৰীর পসরা সাজিয়ে বসেছেন বিক্ৰেতারা। এক একটা ছোট গাঁদা ফুলের মালা বিকোচ্ছে ৪০-৬০ টাকায়। ছোট আকারের মাটির মূর্তি দর ৬০-থেকে ১০০ টাকা। বড় মূর্তির দর তো নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। তবু কোজাগরী লক্ষ্মী পুজো বলে কথা। সাধ্যানুসারে প্ৰত্যেকেই লক্ষ্মী আরাধনায় যৎসামান্য উপকরণাদি ক্ৰয় করেছেন। প্ৰতি গৃহস্থের বাড়িতে গৃহবধু, মেয়েরা উপবাস থেকে মায়ের পুজোর আয়োজন করেছেন। আলপনা দিয়ে সাজানো হয়েছে ঘরের মেঝ ও উঠোন। অধিকাংশ বাড়িতে চলছে অন্নভোগের আয়োজনও। বারোয়ারি দুর্গাপুজোর মণ্ডপগুলিতে আয়োজন করা হয়েছে লক্ষ্মীপুজোর। এছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে গৃহস্থের বাড়িতে ও মন্দিরে চলছে লক্ষ্মী পুজোর আয়োজন। সন্ধ্যায় পুজো ঘিরে আলোকময় হয়ে উঠবে প্ৰতি ঘরের অঙ্গন। ঘরে ঘরে আজ মহিলাদের মুখে উচ্চারিত হচ্ছে একই মন্ত্ৰ,‘এসো মা লক্ষ্মী বসো ঘরে,আমারই ঘরে থাকো আলো করে’। তবে বলাই বাহুল্য উমা কৈলাসে ফিরেছে ঠিকই তার মাঝে ভারী বৃষ্টিপাত উপেক্ষা করে দেবী লক্ষীর আরাধনায় মেতে উঠেছেন আপামর বাঙালি।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment