উত্তরপ্রদেশ: ১০০ বছরের এক মহিলাকে ধর্ষণের অপরাধে ২৮ বছরের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল উত্তরপ্রদেশের মিরাটের আদালত। তিন বছর শুনানি শেষে বিশেষ বিচারক অভিযুক্তকে ২৫ হাজার জরিমানা করে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন।
২০১৭ সালে অভিযুক্ত এই নক্ক্যারজনক কান্ডটি ঘটিয়েছিল। বৃদ্ধার নাতি এফআইআর দায়ের করে ও পুলিশ ২৮ বছরের ওই যুবককে গ্রেপ্তার করে। বর্তমানে ওই যুবকের ব্যস ৩১।
পুলিশি জেরায় অভিযুক্ত বৃদ্ধা মহিলাকে ধর্ষণের কথা স্বীকার করে। জানা যায় বৃদ্ধা ওই মহিলাকে ব্যাপক মারধরও করেন তিনি। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জেলে পাঠায়।
অন্যদিকে বৃদ্ধা মহিলাকে চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। তখন থেকেই মামলাটি বিচারাধীন ছিল। সম্প্রতি, প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।