হাথরাস কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মালদায় ধিক্কার মিছিল বামেদের
মালদা : হাথরাস কাণ্ডের প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল করল বামফ্রন্টের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মানিকচক ব্লক নেতৃত্ব। বৃহস্পতিবার বিকেলে মানিকচক ব্লকের মথুরাপুর বামফ্রন্ট কার্যালয় থেকে এই ধিক্কার মিছিল বের হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে পৌঁছে শেষ হয় মিছিলটি। ধিক্কার মিছিল থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন।
মিছিলের নেতৃত্বে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রাজ্য কমিটির সদস্য রত্না মালদা জেলা বামফ্রন্ট শ্রমিক সংগঠন সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ শতাধিক বামফ্রন্টের মহিলা পুরুষ কর্মী সমর্থকরা।
এপ্রসঙ্গে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রাজ্য কমিটির সদস্য রত্না ভট্টাচার্য বলেন, দেশজুড়ে নারীদের অত্যাচার বেড়েই চলেছে। অত্যাচারের হওয়ার পরও বিচার পাচ্ছে না নির্যাতিতরা।
উত্তরপ্রদেশের ঘটনায় নির্যাতিতার পরিবারের সাথে অমানবিক আচরণ করেছে সেখানে বিজেপি সরকার। বিজেপির এই সরকারকে ধিক্কার জানাই। পাশাপাশি রাজ্য জুড়ে নারী নির্যাতনের অভিযোগ তুলে সেই সমস্ত অভিযোগের নির্যাতিতার পরিবারের ন্যায় বিচারের দাবি তোলেন বামফ্রন্টের নেত্রী।