প্রকৃতির রুদ্ররূপ, ফের বজ্রপাতে প্রাণ হারালো ৫ জন, আহত অনেকে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

মেদিনীপুর: প্রকৃতি মাতা এ কী রূপ দেখাচ্ছে! একদিকে করোনা আর কর্মহীনতা প্রাণ কেড়ে নিচ্ছে বহু মানুষের। অন্য দিকে বজ্রপাত! এই বছর বজ্রপাতের ফলে একের পর এক মৃত্যুর খবর আসতেই থাকছে। এবার একই দিনে বজ্রপাতে মারা গেলেন ২ জন মহিলা সহ ৫ জন। গুরুতর আহত কমপক্ষে ২২ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাক্ষী ঝাড়গ্রামে।

মৃত ২ জনের নাম শেখ মুক্তার আর নেপাল মুর্মু। তাঁদের বাড়ি ঝাড়গ্রামের জামবনি ব্লকের পড়হাটি পঞ্চায়েতের দুটি গ্রামে। জানা গিয়েছে, সোমবার নিজেদের জমিতে কাজ করছিলেন মুক্তার ও নেপাল। তখনই আচমকা বাজে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আবার এই দিনই সাঁকরাইল ব্লকের দুধিয়ানালা গ্রামে চাষে জমিতে যখন বাজ পড়ে, তখন মাঠে কাজ করছিলেন ৩ জন মহিলা। ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন। আর ১ জন গুরুতর আহত হয়ে ভর্তিআছেন হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এর আগে রবিবার দুপুরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের মহুলী গ্রামে বজ্রপাতের মৃতপ্রায় অবস্থায় এক প্রৌঢ়কে উদ্ধার করেছিলেন পরিবারের লোকেরা। সোমবার তিনিও মারা গিয়েছেন। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে বৃষ্টি শুরু হওয়ার পর গরুকে ফিরিয়ে আনতে মাঠে গিয়েছিলেন ফুদিল মহাপাত্র নামে ওই প্রৌঢ়। তখন আচমকা বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment